ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে গতকাল শুক্রবার সকালে পৃথকভাবে কর্মসূচী পালন করে জেলা বিএনপি’র দু’গ্রুপের নেতৃবৃন্দরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের কলেজ মোড় থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদ মার্কেটে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি এডঃ মোঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি. এম মোমিনুল হকসহ দলের নেতাকর্মীরা।
অন্যদিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমার স্কুল মাঠ থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি আনন্দ র্যালী বের হয়ে ইউনিয়নের সড়ক সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিসীমা মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের অনিয়ম, দুর্নীতির কারণে দেশের মানুষের মাঝে আজ ত্রাহি ত্রাহি অবস্থা। দেশের এমন কোন সেক্টর নেই যেখানে লুটপাট চলছে না। এ অবস্থা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন চায়। আর এর মাধ্যমে এ দেশের মানুষ বর্তমান স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে মুক্ত করবে। বক্তারা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে কারামুক্ত ২৫ নেতাকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বার্তাবাজার/এম আই