সরকারের লোকজন ‘ডিমেনশিয়া’ (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আপনারা জানেন, গ্যাসের দাম আবার নাকি বাড়াবে। মনে হচ্ছে এই সরকারের সকলের ডিমেনশিয়া রোগ হয়েছে। এই কয়েক দিন আগে গ্যাসের দাম যে বাড়ানো হয়েছে, এরা হয়ত এটা ভুলে গেছে, এই কয়েক দিন আগে তেলের দাম বাড়ানো হয়েছে, ওরা হয়ত ভুলে গেছে।’

বুধবার (১৭ মে) বিকেলে পদযাত্রাপূর্ব এক সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশে যেভাবে লুটপাট হচ্ছে ওটা ওরা ভুলে গেছে। ভোট চুরি করে নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, এটাও তারা ভুলে গেছে। এরা সব ভুলে যায়, এদের ডিমেনশিয়া হয়েছে।’

মির্জা আব্বাস বলেন, ‘দিনের ভোট রাতে করছেন, লুটপাট করেছেন, রিজার্ভ চুরি করেছেন, হলমার্ক কেলেঙ্কারি…. সব লুট করেছেন; এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন। এটা মানুষ কখনো হতে দেবে না। এই দেশ রক্ত দিয়ে অর্জন করা দেশ, এদেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ বিনা রক্তপাতে কখনো কেউ নিতে পারবে না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আজকে এই বিশাল জনগণকে নিয়ে আমরা পদযাত্রা করব, এই পদযাত্রা শুরু হলো। আমরা এই পদযাত্রার মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমাদের পদযাত্রা থামবে। এছাড়া আমাদের কোনো কাজ নাই।’

বাসাবো, শাহজাহানপুর এলাকায় বিএনপির সময়ে স্থাপিত শিশু-কিশোরদের একাধিক খেলার মাঠ দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কঠোর সমালোচনা করেন তিনি।

এর আগে দুপুর ২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাসাবো বালুর মাঠের কাছে নেতাকর্মীরা সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়, যা মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, মোশাররফ হোসেন খোকন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, উলামা দলের শাহ নেছারুল হক, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই