চট্টগ্রামে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এ-র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি বলেন, ২০১৮ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন জুলদা গ্রামে একটি নির্মাণাধীন মসজিদে কর্মরত শ্রমিক আসামি মোঃ এনামুল হক ওরফে মনির ওরফে সাব্বির (৪০) নির্মাণাধীন মসজিদ সংলগ্ন বাসিন্দা ভুক্তভোগী শিশুকে একদিন অপহরণ করে গাজীপুরের শ্রীপুর থানার জৈনা বাজার এলাকায় একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

পরে ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে ধর্ষণ মামলা করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পর থেকে এনামুল দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পালিয়ে বেড়ায়। যার পরিপ্রেক্ষিতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং সবশেষে বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-২ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে এনামুল হককে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার/জে আই