ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত মামলার পলাতক আসামি জামায়াত নেতা আলমগীর হোসেন রাজুকে (৫০) আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ মে) সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। রাজু উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর পাঁচুড়িয়া এলাকার মৃত. জয়নুদ্দিনের ছেলে। সে জামায়াতে ইসলামীর রাজধানীর মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে মঙ্গলবার ঢাকার ডেমরা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহয়তায় আলফাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, ডিএমপি ঢাকার মতিঝিল থানার ২০১৩-২০১৫ সালের মোট ছয়টি মামলার এবং ঢাকা মেট্রো মোহাম্মদপুর থানার ২০১০ সালের একটি মামলাসহ মোট সাতটি জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সে এসব মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের দিকনির্দেশনায় আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে বলেন, ‘সাত মামলার এক পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আলফাডাঙ্গা থানায় কোন অপরাধীর স্থান হবে না। অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
বার্তাবাজার/এম আই