আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ভেন্যুতে ওয়ানডে সিরিজে ব্যাটিং আধিপত্য বজায় রাখায় সিরিজসেরার খেতাব জিতেছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে মোট ১৯৬ রানের সঙ্গে বল হাতেও এক উইকেট শিকার করেছেন তিনি।
এবার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি থেকেও। ক্রিকেটের এ সংস্করণের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শান্ত। তবে শুধু শান্তই না, টাইগারদের মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন।
বুধবার (১৭ মে) আইসিসি প্রকাশিত পুরুষদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তারা।
র্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১০৯-তে উঠে এসেছেন শান্ত। এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মুশি।
শান্ত-মুশি এগিয়ে আসলেও অবনমন হয়েছে ওয়ানডে কাপ্তান তামিম ইকবালের। ১২ রেটিং পয়েন্ট কমে ৫ ধাপে নেমে ২৫-এ চলে এসেছেন তিনি। সাকিবও ৫ ধাপ নিচে নেমে গেছেন, ৬০৩ রেটিং পয়েন্টে ৩২ নম্বরে আছেন তিনি।
অন্যদিকে টাইগারদের আরেক ওপেনার লিটন দাসেরও ১৬ রেটিং পয়েন্ট অবনতি হয়েছে। ৩ ধাপ নেমে ৩৭ নম্বরে আছেন তিনি।
৮৮৬ রেটিং পয়েন্টে টেবিলের শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১০৯ রেটিং পয়েন্টে পিছিয়ে থেকে ৭৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার র্যাসি ভ্যান ডার ডুসেন।
বার্তাবাজার/এম আই