মাগুরার শ্রীপুরে একটি মসজিদের পাশ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের পাশ থেকে ফুটফুটে এই নবজাতককে উদ্ধার করে একই গ্রামের লিয়াকত আলী মোল্লার স্ত্রী রুবিয়া বেগম।
রুবিয়া বেগম জানান, ফজরের আজানের পরে হাঁটাহাঁটি করতে রের হয়ে তখলপুর পশ্চিমপাড়া মসজিদের রাস্তার পাশ দিয়ে যাবার সময় গোরস্তানের পাশে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যাই। কাপড় দিয়ে পেচানো অবস্থায় ব্যাগের ভিতর রাখা নবজাতক শিশু সন্তান দেখতে পায়। ভয়ে আমি দৌড়ে গিয়ে মসজিদের মসল্লিদেরকে ডাক দেই। তারপর শিশুটিকে কোলে নিয়ে কালেমা পড়ে কানে ফু দেই।
সাবেক ইউপি সদস্য রউফকে জানানোর পর তিনি উপস্থিত হন। ৬টার দিকে আমরা নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.কাজী নাজমুস সাকীব জানান, শিশুটি সুস্থ আছে। এক থেকে দুই আগে জন্ম নিয়েছে বলে ধারণা করছি। আমরা বিষয়টি শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিসারকে জানিয়েছি।
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম জানান, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে আসছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম জানান, কে বা কারা নবজাতককে ফেলে গেছে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। তার প্রকৃত অভিভাবক না পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্সদের তত্ত্বাবধানে রুবিয়া বেগমের কাছে আছে।
বার্তাবাজার/এম আই