পদোন্নতিসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

সোমবার সকাল দশটার দিকে বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেন তারা। কর্মসূচী শুরুর পর উপাচার্যের সহযোগীদের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। সকাল সাড়ে দশটার দিকে উপাচার্য কার্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তাদের দাবি, নীতিমালা অনুযায়ী পদোন্নতির মেয়াদ পূর্ণ হলেও দেয়া হচ্ছে না। এছাড়া এডহক ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ দেয়াসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। পরে আগামীকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি কর্মসূচী ঘোষণা করে অবস্থান কর্মসূচী শেষ করেন কর্মকর্তারা।

বার্তাবাজার/এম আই