চট্টগ্রামে আবুল হাসনাত নামে এক যুবককে কুপিয়ে জখম করার মামলায় জড়িত মানিক গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

সোমবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমে জানান র‍্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত নামে একজনের সঙ্গে কথিত মানিক গ্যাংয়ের সদস্যদের তর্ক হয়। যার রেশ ধরে ১৮ আগস্ট মানিক গ্যাংয়ের নেতৃত্বে কয়েকজন আবুল হাসনাতকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আকবার শাহ থানায় মামলা হয়। মামলার পরপরই মানিক ও অন্যরা গান ঢাকা দিলেও আসামি জাহাঙ্গীর আলম আকাশকে ফেনীর সোনাগাজী থেকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে মানিক ও রুবেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলো, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা সংলগ্ন নয়াপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম আকাশ (২৬), আকবর শাহ থানাধীন বিশ্বকলোনি এলাকার মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ মানিক ওরফে লাল মানিক (২৭) এবং জানারখিল এলাকার মোঃ বাবুল সওদাগরের ছেলে মোঃ রুবেল (২৬)।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হাসনাতের ওপর হামলার কথা স্বীকার করে।

বার্তাবাজার/এম আই