চট্টগ্রামে সারারাত বৃষ্টির দরুন পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) ভোরে নগরীর পাচঁলাইশ থানা সংলগ্ন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনিতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন আইডব্লিউ কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, রোববার ভোরে ষোলশহর এলাকায় পাহাড় ধসের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয় এলাকাবাসীরা পাহাড় ধসে চাপা পড়া দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জানতে পারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার/জে আই