ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে পূবালী ব্যাংক লিমিটেড এর অর্থায়নে ২শতাধিক নারী কৃষি উদ্যোক্তাদের মাঝে পুষ্টিকর খাবার ও পুঁজি গঠনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চল মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এস সিরাজুল হক চৌধুরী।
সেসময় উপস্থিত ছিলেন ঢাকা পূবালী ব্যাংক লিঃ, ফার্মগেট শাখা এজিএম ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ তারিকুল ইসলাম, ঢাকা উত্তর অঞ্চল পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুজিত কুমার বিশ্বাস, ফার্মগেট শাখা প্রিন্সিপাল অফিসার এডভান্স ইনচার্জ মোঃ নুরুল ইসলাম।
বার্তাবাজার/এম আই