নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে অুনষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সাইদুল করিম মিন্টু সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড ইসমাইল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বার্তাবাজার/এম আই