কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দূর্ঘটনায় ২ শিশুর মর্মান্তক মৃত্যু হয়েছে । নিহতরা হলো উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের শরীফ মিয়ার শিশু কন্যা জিদ্দি ওরফে সনি (৮) এবং অপর শিশু হচ্ছে শ্রী-নগরের মধ্যপাড়া গ্রামের ছাদু মিয়ার শিশু কন্যা ছাইমা ( সাড়ে ৩ বছর) । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেলে ভৈরব -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর বড় কান্দা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা চাপা দিলে সে গুরুতর আহত হয় । পরে স্বজনরা তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।

এদিকে শ্রী- নগর মধ্যপাড়া গ্রামের ছাদু মিয়ার স্ত্রী সুখী বেগম তার সাড়ে ৩ বছরের শিশু কন্যা ছাঈমা কে নিয়ে স্থানীয় শ্রী- নগর উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরে গোসল করার সময় শিশু কন্যা পানিতে তলিয়ে যায় । মা গোসল শেষে বাড়িতে এসে মেয়েকে খোঁজে না পেয়ে পুনরায় পুকুরে খোঁজা খুজা করে না পেযে এক পর্যায়ে জাল ফেলে মেয়ের মরদেহ উদ্ধার করে ।

এ বিষযে ভৈরব হাইওয়ে থানার উপ- পরিদর্শক সফর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় জিদ্দি ওরফে সনি গুরুতর আহত হলে ভাগল পুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছে বলে শোনেছি।

এ বিষয়ে শ্রী- নগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, শোনেছি মায়ের সাথে গোসল করতে গিয়ে একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

বার্তা বাজার/জে আই