১৯৮১ সালের ১৭ মে বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারতের রাজধানী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন দিবসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।

এর ধারাবাহিকতায় বুধবার (১৭ মে) বেলা ১১টায় সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরেন জানান, বর্তমানে দেশ যে উন্নয়নের মহাসোপানে উন্নীত হয়েছে, এই দিনে দেশরত্ন শেখ হাসিনা দেশে না ফিরলে তা সম্ভব হতো না। তৎকালীন স্বৈরাচারী শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং পরবর্তীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। ফলে দেশ আজ এক স্থিতিশীল অবস্থায় এসে পৌঁছেছে। এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে আরও এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এসময় আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আরিফ, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাভার থানা যুব লীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক টিপু সুলতান, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই