আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি আদায়ে দূরপাল্লার বাসে ভিন্নরকম প্রচারণা চালিয়েছে বিএনপি।

বুধবার (২৪ আগস্ট) রাতে কক্সবাজার থেকে সিলেটগামী একটি দূরপাল্লার বাসে এমন অভিনব প্রচারণা চালায় চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা মোশাররফ হোসাইনকে কয়েকজন কর্মী নিয়ে একটি দূরপাল্লার বাসকে থামার ইশারা দিতে দেখা যায়। পরে বাস থামলে মোশাররফ হোসেন চালককে বলেন, ভাইয়া আমি আপনার বাসের যাত্রীদের সঙ্গে দুই-তিনটা মিনিট কথা বলবো আপনি গাড়ি চালান।

“প্রিয় যাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম, আমি আপনাদের তিন-চারটা মিনিট সময় নিব, সময় না একটু বিরক্ত করব জাস্ট। এসমস্ত গাড়িতে আপনারা দেখেছেন বাচ্চাদের বই বিক্রি করতে, চকলেট বিক্রি করতে, খেলাধুলার সরঞ্জাম বিক্রি করতে। আজকে আমি রাষ্ট্রের কারণে দেশের কারণে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কারণে, আপনাদের ভোটের অধিকার সম্বন্ধে সচেতন করার জন্য আমরা এই পন্থা টা বেছে নিয়েছি। আমরা অনেকগুলো গাড়িতে এভাবে উঠে উঠে বলেছি। আমাদের একটা পদক্ষেপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সাধারণ মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে কথা বলবো, ভোটের অধিকার সম্পর্কে বুঝাবো। আমরা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ভোট দিতে পারিনাই। সামনের যে নির্বাচন আসছে ওই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাচ্ছি। এদেশের জনগণ দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আপনারা সবাই এই ভোটের জন্য সোচ্ছার হবেন এবং সবাইকে ভোটের জন্য কথা বলতে হবে। আপনার ভোট আপনার অধিকার, এই অধিকারের জন্য আপনাকে কথা বলতে হবে সে জন্যই এই কথাগুলো আপনাদের বলার জন্য আমি এই গাড়িতে উঠেছি। আপনাদের এই কথাগুলো বলছি আজকে রাষ্ট্রের কোন অবস্থা, রাষ্ট্র কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের দেশ। এটা অনুভব করতে পারছেন। যার কারণে আমি এখানে উঠতে পর্যন্ত বাধ্য হয়েছি। কেননা আমরা চাচ্ছি, দেশের মানুষকে সচেতন করতে। আপনার ভোটের অধিকার সম্বন্ধে সচেতন করতে। আপনার ভোট আপনার অহংকার ও মূল্যবান সাংবিধানিক অধিকার। এই অধিকারের জন্য আপনাকে কথা বলতে হবে, আমাদের কথা বলতে হবে। আপনারা কক্সবাজার থেকে হয়তো সিলেটের উদ্দেশে যাচ্ছেন। এখানে অনেক ভাই-ব্রাদার আছেন আপনারা একজন দশজনকে বলবেন। সোচ্ছার হতে হবে। সাহসী ‍ভূমিকা রাখতে হবে। আপনি বলবেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।

মোশাররফ হোসাইন আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাব বলেছেন, ওনাকে ভোট দিতে হবে না। আপনি আপনার ভোটের জন্য কথা বলেন। আপনি যাকে ইচ্ছা তাকে জেতান। কিন্তু আপনার ভোটের অধিকারের জন্য আপনাকে কথা বলতে হবে। আপনারা হয়তো অনেকে ঘুমাইয়া ছিলেন, অনেকে আরাম করতে ছিলেন। আপনাদের সামান্য কষ্ট দিয়েছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ড্রাইভার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো কয়েকটা বাসে উঠে ম্যাসেজটা পৌঁছে দিব। এটা আমাদের দেশের স্বার্থে। সবাইকে কষ্ট দেয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে আসসালামু আলাইকুম।”

বার্তাবাজার/এম আই