চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল হোতা সহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকা থেকে ডাকাত দলের মূল হোতা ও ১৭ মামলার আসামি সহ দুইজনকে গ্রেফতার করার কথা জানান মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) পরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল বুধবার দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাসে ডাকাতির প্রস্তুতির কালে ০২ টি ধারালো ছুরিসহ রবিউল ইসলাম রুবেল (৩৪) ও মোঃ সাইফুদ্দিন (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা চট্টগ্রাম বিআরটিসি’র ফলমন্ডির বিভিন্ন ব্যবসায়ী, চলাচলরত পথচারী ও যাত্রিবাহী সিএনজি অটোরিক্সা জিম্মি করে ছিনতাইসহ ডাকাতি করে আসছিলো।
তাদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় পেনাল কোড অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত রবিউল ইসলাম রুবেল (৩৪) এর বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতিসহ মোট ১৭ টি মামলা রয়েছে।
বার্তা বাজার/জে আই