বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে যেসব সুবিধাভোগী এতোদিন বক্তব্য দিয়েছে তারই নতুন সংস্করণ বিচারক লীগ।
বুধবার (২৩ আগস্ট) সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির এক দফা আন্দোলনের সমর্থনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আইনজীবি সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ সমাবেশ হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিচারকদের সমালোচনা করে বলেছেন, যদি বিচারকদের রাজনৈতিক কথাবার্তা বলতে হয় তবে উনারা যেন বিচারকের পদ ছেড়ে দিয়ে এসে সরাসরি রাজনীতি করেন।
তিনি বলেন, বিচারকদের কাজ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন বিচারপতি যেভাবে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাতেই স্পষ্ট আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে কিভাবে ধ্বংস করে দিয়েছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরো বলেন, এতোদিন পুলিশ লীগ, সুবিধাভোগী ব্যবসায়ীদের কিছু অংশ অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে যেভাবে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে তারই নতুন সংস্করণ বিচারক লীগ।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, চট্টগ্রামের আহ্বায়ক এড. আবদুস সাত্তারসহ বিএনপিপন্থী আইনজীবিরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই