নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ধামইরহাট উপজেলা ক্যান্টিন চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ নওগাঁ জেলা শাখায় সমন্বয়কারী কমরেড জয়নাল আবেদীন মুকুল। আদিবাসী নারী নেত্রী তারামনি উড়াও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সারথী পাহান, অনলী উরাও, রবিউল টুডু, আসনী পাহান প্রমুখ।

বক্তাগণ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, স্বাধীন ও স্বতন্ত্র ভূমি কমিশন গঠন, খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণে রাখা, রেশনিং ব্যবস্থা চালুকরণ, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া, সার, বীজ, কীটনাশক ও পানি সেচের দাম কমানো, বিএনডিসির মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণসহ কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম নিশ্চিত করণের দাবি জানানো হয়।

বার্তাবাজার/এম আই