দিনাজপুরের ঘোড়াঘাট এবং নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৯ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। তাদের মধ্যে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়ারিকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ এবং একটি চোরাই মোটরসাইকেল সহ ৪ জন মোটরসাইকেল চোরকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৭ মে) ভোরবেলা পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করে পৃথক দুটি থানার পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ঔষধ কোম্পানীর এক প্রতিনিধির একটি মোটরসাইকেল চুরি হয়। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মোঃ ইবনে মাসুদ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে। জিডির সূত্রে ধরে তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগীতায়
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার ছত্রগাছা গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ।

আটক আসামিরা হলো, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম (২০), বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে রাজা মিয়া (৪০) এবং নিচপাড়া গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন মিঠু (৫৬)।

এদিকে বুধবার ভোরবেলা ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে জুয়ারুকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সকলকে অর্থদন্ড করে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, ঘোড়াঘাট উপজেলার হরিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহবুবুর রহমান (৫৬), শাহপাড়া গ্রামের মৃত মমিনুদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫), বলগাড়ী গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে জহিরুদ্দীন (৫০), শ্রীচন্দ্রপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে বাবুল হোসেন (৬০) এবং বলগাড়ী গ্রামের শফিরুদ্দীনের ছেলে শাহারুল হোসেন (৫৫)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, চুরির অপরাধে আটক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে দিনাজপুরের আদালতে পাঠানো হবে। তাদের সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে।

এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, জুয়ার অপরাধে আটক সকলকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড করেছে। মাদক এবং জুয়া বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে।

বার্তাবাজার/এম আই