দিনাজপুর থেকে কাঁচা কলা বোঝাই করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি মোড়ে পৌঁছালে ট্রাকের পেছনের একটি পাংচার হয়। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে কলা বোঝাই ট্রাকটির চালক ও চালক সহকারী (হেলপার) পাংচার হওয়া চাকা পরিবর্তন করছিলেন।

এসময় পেছন থেকে আসা একটি জ্বালানি তেলের লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরির সামনের অংশ দুমরে মুচড়ে যায় এবং লরিতে থাকা চালক সহকারীর (হেলপার) বাম পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (২১ আগষ্ট) রাত ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন হওয়া ওই হেলপার হলেন ছোটন রায় (১৮)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরেই কলা বোঝাই ট্রাকটির চালক ও হেলপার ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সড়কের ধারে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিলেন কলা বোঝাই ট্রাকের লোকজন। একই সময় সাড়িবদ্ধ ভাবে যমুনা ওয়েল কোম্পানী লিমিটেডের আটটি খালি লরি মহাসড়ক দিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আটটি লরির মধ্যে প্রথম থাকা তেলের লরিটি থেমে থাকা ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। অন্য লরির চালক ও হেলপাররা দুর্ঘটনায় পড়া লরির চালক ও হেলপারকে উদ্ধার করে। লরিটির চালকের তেমন কোন ক্ষতি না হলেও, বাম পায়ের গোড়ালি থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় হেলপারের।

আটটি তেলের লরির মধ্যে একটি লরির চালক টিটু মিয়া। তিনি জানান, সিলেট থেকে জ্বালানী তেল নিয়ে যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের আটটি লরি রবিবার (২০ আগষ্ট) দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। ডিপোতে তেল খালাশ করে খালি লরি গুলো আবার সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে লরি গুলো টিএন্ডটি মোড়ে পৌঁছালে প্রথমে থাকা লরি থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় পড়া তেলের লরির চালক মাসুদ মিয়া। তিনি হালকা আঘাতপ্রাপ্ত হলেও সুস্থ ছিলেন। চালক মাসুদ বলেন, কলা বোঝাই ট্রাকটি কোন ধরণের সিগনাল ছাড়াই মহাসড়কে দাঁড়িয়ে ছিল এবং রাস্তাটি অন্ধকার ছিল। আমি বুঝে উঠতে পারিনি যে কলা বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে আছে নাকি চলমান আছে। আমরা হেলপারের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সাথে সাথে আমরা তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছি।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমাদের স্টেশন থেকে ৫০০ মিটার দুরেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথেই আমরা সেখানে গিয়েছি। তবে তেলের লরির হেলপারকে তাৎক্ষণিক অন্য লরির চালকরা উদ্ধার করেছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এখনও পর্যন্ত কেও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/জে আই