সরকার পরিবর্তনের আন্দোলনে রোডমার্চসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা এবং ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ।
বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বিজয়নগর সংলগ্ন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৩ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। ২৮ মে ঢাকা উত্তরের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মালিবাগ রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে বাড্ডা গিয়ে শেষ হবে। আর ৪ থেকে ৬ জুন ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হবে।
সাইফুল হক বলেন, ‘খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির সংকট ও দফা দফায় মূল্য বৃদ্ধিতে দেশের সাধারণ জনগণের জীবনে চরম দুর্যোগ নেমে এসেছে। সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, সীমাহীন লুটপাট ও অর্থ পাচার দেশ ও জনগণকে এক অসহসনীয় অবস্থার দিকে ঠেলে দিয়েছে। সরকার দেশ চালাতে পারছে না তা অত্যন্ত স্পষ্ট।’
‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গায়ের জোরে ক্ষমতায় থাকতে সরকার দেশের জনগণ ও গণতন্ত্রের ভবিষ্যৎকে বিপদগ্রস্ত করে তুলেছে। দেশের জনগণ এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারে না। সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনে ১৪ দফার ভিত্তিতে আমরা আন্দোলনের এই কর্মসূচি দিয়েছি,’ যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
বার্তা বাজার/জে আই