চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

তিনি জানান, শনিবার রাত ১১ টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস ইসলাম মার্কেটের সামনে থেকে মোঃ শহিদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার শহিদ বাগেরহাট জেলার সদর থানাধীন কাড়াপাড়া ইউনিয়নের কাঠালিয়া মোড় এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার শহীদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রির জন্য সিনেমা প্যালেস এলাকায় অবস্থান করছিলেন।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই