চট্টগ্রামে দেশীয় অস্ত্র, গুলি ও চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি জানান চান্দগাঁও থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল মোনাফ।

তিনি জানান, বৃহস্পতিবার চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড়স্থ বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার উপর থেকে মোঃ শহিদুল ইসলাম শফি ও মিজানুর রহমান প্রকাশ জাহাঙ্গীরকে ০১টি দেশীয় তৈরি এলজি, ০২ রাউন্ড কার্তুজ এবং ০১ টি চোরাই মোটর সাইকেল সহ আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য মতে পৃথক অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি টেকবাজারস্থ রেলবিট পাশে সাইমন কলোনী থেকে আরো দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক দুইজন আন্তঃ জেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য।

গ্রেফতার মোঃ শহিদুল ইসলাম শফি ও মিজানুর রহমান প্রকাশ জাহাঙ্গীর স্বীকার করে যে, তারা জব্দকৃত আলামত দেশীয় তৈরি এলজি নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবত সিএমপি চান্দগাঁও থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরের অন্যান্য থানা এলাকা থেকে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে পরস্পর যোগসাজসে উক্ত চোরাই মোটর সাইকেলগুলো ক্রয়-বিক্রয় করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বার্তাবাজার/এম আই