চট্টগ্রামে ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) পরিদর্শক আরিফুর রহমান।
তিনি জানান, বুধবার নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান ভান্ডারী নিবাস রাব্বী কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মনজুরুল ইসলাম কে ৪৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। একই দিন নগরীর পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে হাফিজুর রহমান নামে একজনকে ১২৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এম আই