মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং গ্লোবাল এ্যাফের্য়াস কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ডায়লগ সেশনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কনফারেন্স রুম এর ডায়লগ সেশন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেল, স্বপন কুমার মজুমদার অফিসার ইনচার্জ গেয়ালন্দ ঘাট থানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সালমা বেগম মহিলা বিষয়ক কর্মকর্তা গোয়ালন্দ, চম্পা বেগম প্যানেল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, শহিদুল ইসলাম প্রধান শিক্ষক দৌলতদিয়া মডেল হাই স্কুল, রাশেদ রায়হান সভাপতি গোয়ালন্দ প্রেসক্লাব।
এছাড়াও উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম, কাজী সাহেব, স্কুল শিক্ষক, এনজিও কর্মকর্তা এবং কন্যা সন্তানের মায়েরা। উক্ত ডায়লগ সেশনে সভাপতিত্ব করেন মর্জিনা বেগম নির্বাহী পরিচালক এমএমএস।
বার্তাবাজার/এমআই