আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপ এখন মুখোমুখী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দলীয় কোন্দল যেন মাথাচাড়া দিয়ে উঠছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার নলডাঙ্গা বাজারে আওয়ামী লীগের কবীর গ্রুপের দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এরমধ্যে খড়াসুন্নি গ্রামের শফি খানের ছেলে সিমা খানের একটি হাত কুপিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। আহত অন্যজন হচ্ছেন একই গ্রামের লিয়াকত আলীর ছেলে হযরত আলী।
তথ্য নিয়ে জানা গেছে, সাবেক চেয়ারম্যান কবীর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রুপের সদস্য। অন্যদিকে পিকুল কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারের সমর্থক বলে পুলিশ সূত্রে জানা গেছে। আধিপত্য বিস্তার নিয়ে রোববার সন্ধ্যায় পিকুলের নেতৃত্বে ঝন্টু, সাদ্দাম হোসেন, শিমুল, সুজাত ও আয়নাল এই হামলা চালায় বলে সাবেক চেয়ারম্যান কবীর অভিযোগ করেন।
এদিকে রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পুরানো ডিসিকোর্ট চত্বর এলাকায় এমপি তাহজীব আলম সিদ্দিকী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বটতলা নামক স্থানটিতে দীর্ঘদিন এমপি তাহজীব আলম সিদ্দিকীর সমর্থকরা বসে থাকেন।
গতকাল রোববার মহুল গ্রুপের লোকজন সেখানে ব্যানার টাঙ্গালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়টি নিয়ে শহরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে পুলিশ এ সব ঘটনার উপর সতর্ক দৃষ্টি রাখছে।
বার্তাবাজার/এম আই