বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার ২০২৩ এর সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এক নেতা বলেছেন আমরা সংখ্যালঘু না আমরা বাংলাদেশি।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির নতুন কার্যালয় হামার বাড়ির সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা সভাপতি আসাদুল হাবির দুলু।

আলোচনা সভায় হিন্দু নেতারা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতারা সাধারন হিন্দুদের নিয়ে কমিটি করে শেখ হাসিনাকে জানান সারা দেশের হিন্দুরা তাদের সঙ্গে আছে। মূলত তারা মাথা বিক্রি করে এই কাজ করছেন। আমরা সংখ্যালঘু না আমরা বাঙালি এটি আমাদের পরিচয়। এছাড়া বিভিন্ন দাবি ও সরকারের সমালোচনা করে নানান বক্তব্য দেন।

সম্মেলনে রংপুর বিভাগের আটটি জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শীর্ষ নেতাসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিল।

বার্তাবাজার/এম আই