টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল-সিএনজি দুর্ঘটনায় আরএফএল কোম্পানির মির্জাপুর-দেলদুয়ার এরিয়ার বিক্রয় প্রতিনিধির (এসআর) মৃত্যু হয়েছে।
রোববার (১৩ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার যদুবয়রা গ্রামের আব্দুল কাদেরের ছেলে খন্দকার কামরুজ্জামান।
উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ মিয়া জানান, দুপুরে সড়কের পাশে হঠাৎ বিকট শব্দ হয়, পরে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকতে দেখে কামরুজ্জামানকে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, কামরুজ্জামানের বুকে প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছিলো। এক হাতও ভেঙ্গে গেছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার এস.আই আনিছুল হক জানায়, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তের জন্য আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তাবাজার/এম আই