চট্টগ্রামে অনলাইন ভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রেতা ইউনিক মার্টের গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার ভেজাল প্রসাধনী জব্দ ও একজনকে আটকসহ ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রোববার (১৩ আগস্ট) সকালে নগরের কোতোয়ালী থানাধীন আলকরণের ১নম্বর গলির একটি আবাসিক ভবনের ৩য় তলায় উক্ত অভিযান চালানোর কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি বলেন, আনজুমান আরা নামের এক নারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইউনিক মার্ট নাম দিয়ে বিভিন্ন নামী দামি ব্রান্ডের নকল ও ভেজাল প্রসাধনী বিক্রয় করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নগরীর আলকরণের ১নম্বর গলির একটি আবাসিক ভবনের ৩য় তলায় অভিযান চালিয়ে বিভিন্ন নামীদামী ব্রান্ডের বিপুল পরিমাণ ফেস ওয়াস, স্কীন ক্রিম, শ্যাম্পু, হেয়ার ওয়েল, ফেস প্যাক, মেহেদী, সানস ক্রিম, ম্যাসাজ ক্রিম, আইলাইনার, ফেস পাউডার, স্কার্ভি রোগের জন্য ভিটামিন সি এর ইনজেকশন জব্দ করা হয়। এছাড়া হাইড্রোকুইনিন ও মার্কারির অধিক উপস্থিতির কারণে বিক্রয় নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়।
এ সময় মূল মালিক আনজুমান আরাকে পাওয়া না গেলেও হাতেনাতে আটক করা হয় প্রতিষ্ঠানের ম্যানেজার মঈনুদ্দিন আকবরকে।
ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য ও প্রসাধনী সামগ্রী সংরক্ষণ ও বিক্রির অপরাধে ম্যানেজার মঈনুদ্দিন আকবরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বার্তাবাজার/এম আই