ফরিদপুরের আলফাডাঙ্গায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে পানি সাশ্রয়ী উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৯৬ চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ক কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকালে পৌরসভার ইছাপাশা এলাকার মনির হোসেনের বাড়ির আঙ্গিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পদ্মা পানি ব্যবস্থাপনা দলের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা প্রদান করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্থানীয় পদ্মা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।
প্রকল্পটির সিনিয়র ফ্যাসিলিটেটর মো. আমির হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের কোর্ডিনেটর বি এম আলমগীর কবীর, কমিউনিটি ফ্যাসিলিটেটর শওকত আহমেদ, উৎপল কুমার হাজরা, শওকত আহমেদ, এস এম শেখ সাদী, শুভংকর রায়, গাউস আলমগীর ও খাদিজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে ব্রি ধান-৯৬ চাষাবাদ করে উচ্চ ফলন নিশ্চিতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তিনজন কৃতি কৃষক-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।
বার্তাবাজার/এম আই