দিনাজপুরের ঘোড়াঘাটে হয়ে গেল দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে নিয়ে মনোমুগ্ধকর ফুটবল প্রীতি ম্যাচ।
শনিবার বিকেলে ঘোড়াঘাট ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা। ব্যতিক্রমী এই খেলার আয়োজন করে ঘোড়াঘাট খেলোয়ার কল্যাণ সমিতি। এতে প্রতিদ্বন্দ্বীতা করেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা দল।
দুটি দলে খেলোয়ার হিসেবে ছিলেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা, স্কুল শিক্ষক এবং প্রবীণ ফুটবলাররা।
খেলায় ঘোড়াঘাট উপজেলা দলের অধিনায়ক ছিলেন এই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এবং গোবিন্দগঞ্জ উপজেলা দলের অধিনায়ক ছিলেন ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মনোমুগ্ধকর ফুটবল খেলা অল্প সময়ের মধ্যে মাঠের দর্শকদের মাতিয়ে তোলা। তাদের খেলা দেখতে মাঠের চারপাশ দর্শকে ভরে উঠে। খেলা শুরুর আগে আদিবাসী তরুণীদের নৃত্যের তালে মাঠে প্রবেশ করে খেলায়াররা।
খেলা দেখতে আসা ষার্টোধ্ব আয়নাল হক বলেন, ছোট বেলায় ফুটবল আমার প্রিয় খেলা। তবে প্রথমবার সরকারী লোকদেরকে মাঠে খেলতে দেখলাম। কিছুটা এলোমেলো খেলা হলেও, বেশ মজা পেয়েছি।
গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর গ্রাম থেকে খেলা দেখতে এসেছিলেন প্রমিলা ফুটবলার শান্তি মার্ডি। তিনি বলেন, দুটি দলের অধিকাংশ খেলোয়ার পেশাদার না হলেও, খেলা খুব খারাপ হয়নি। অল্প কয়েকজন ছিলেন প্রবীন খেলোয়ার। দর্শকরা বেশ আনন্দ পেয়েছে।
বার্তাবাজার/এম আই