“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে স্মার্ট শিক্ষকের করণীয় শীর্ষক সেমিনার হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি স্কুলে ডিজিটাল হাজিরা মেশিন সচল রাখাসহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব, স্মার্ট ক্লাশ ও খেলার মাঠ নির্মাণে উদ্যোগ নেয়া হয়।

উপজেলার ১২১ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও ৪০ জন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি পাওয়া ৪৭ শিক্ষককে ফুলদিয়ে বরন করা হয়।

সেমিনারে শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। তাই শিক্ষার মান বজায় রাখতে আমাদেরকে আগে স্মার্ট হতে হবে।মানুষকে সততা, নীতি, নৈতিকতা বুদ্ধিবৃত্তিক ও মনোজাগতিক বিকাশ ও মানবিক গুণ সম্পন্ন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। মূলত সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বীজ হলো প্রাথমিক শিক্ষা। তাই আপনাদের আগে স্মার্ট হতে হবে। একটা দেশ কত উন্নত হবে বা রাষ্ট্রের ভবিষ্যৎ কতটুকু উন্নয়নের পথে ধাবিত হবে তা বোঝা যায় শিক্ষাব্যবস্থার পরিকল্পনার ভেতর দিয়ে।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান, আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়, প্রকৌশলী সুমন মুন্সি, সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান ও হাবিবুর রহমান।

বার্তা বাজার/জে আই