মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ১৫ তম রাজ্য নির্বাচন। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহন চলে সন্ধ্যা ৬টায় পর্যন্ত। এ সময় কোন ধরনের অপ্রিতিকার ঘটনা দেখা যায় নাই অন্যদিকে জান চলাচলও প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিলো।

সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পুলাউ পিনাং, কেদাহ, কেলান্তান এবং তেরেঙ্গানু উপ-নির্বাচনের পাশাপাশি কুয়ালা তেরেঙ্গানু সংসদীয় উপ-নির্বাচনের জন্য দুই প্রার্থীর জন্য স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রতিনিধিত্বকারী মোট 572 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ছয়টি রাজ্যের নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৯৭৭৩৫৭১ জন ভোটার । যার মধ্যে সেলাঙ্গর মোট ৩,৭৪৭,০৫৭ ভোটার, কেদাহ ১,৫৮৫,০৮৫ ভোটার, কেলান্তান ১,৪১১,৯১২ ভোটার, পেনাং ১,২৩৪,৩৯৪ ভোটার, পেনাং ১,২৩৪,৩৯৪ ভোটার। সেম্বিলান ৮,৬৪,৪২৫ ভোটার।

নির্বাচন কমিশন (এসপিআর) জানিয়েছেন যে এই নির্বাচনে ভোট দিতে বের হওয়া ভোটারদের মধ্যে তেরেঙ্গানু ৭০ শতাংশ, কেদাহ ৬৮ শতাংশ, পেনাং ৬৭ শতাংশ, সেলাঙ্গর ৬৫ শতাংশ ভোটাররা অংশ গ্রহন করেন।

বার্তা বাজার/জে আই