কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর ব্যবসায়ী সজিব হত্যা মামলার মূল আসামি সোহাগ মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) ভোরে নরসিংদীর ভেলানগর থেকে তাকে গ্রেফতার করেছে বলে সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অবস) মোঃ আল আমিন হোসাইন এ তথ্য জানান।
এ সময় তিনি আরো জানান, গ্রেফতারকৃত সোহাগ একাধিক ডাকাতি মামলার আসামি। সে স্বীকার করেছে যে গত শনিবার রাতে তারা ৫ জন মিলে কালিকাপ্রসাদে একটি দোকানে চুরি করার পরিকল্পনা করছিলো। কিন্তু রাতটি অন্ধকার হওয়ায় পরে তারা বিসিকি শিল্পনগরীর সামনে জাল ফেলে চলন্ত মোটরসাইকেল থেকে জাল দিয়ে গলায় পেচিঁয়ে সজিবকে হত্যা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একটি মোবাইল ফোন ও নগদ ৮শ টাকা উদ্ধার করেছি। অন্য ফোনটি উদ্ধার এবং ঘটনা তদন্ত করে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
এ সময় সংবাদ সম্মেলনে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম ও পরিদর্শক তদন্ত শাহআলম মোল্লাসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। এছাড়া ও ভৈরব থানা পুলিশ পৃথক অভিযানে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
বার্তাবাজার/এম আই