নোয়াখালী হাতিয়ায় বজ্রপাতে নিহাজ উদ্দিন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। শনিবার (১২ আগস্ট) সকালে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে মাদ্রাসায় আসার পথে এই ঘটনা ঘটে।
নিহত নিহাজ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রবাসী দিদার উদ্দিনের ছেলে। সে আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ইতমধ্যে তার ২৮ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় ব্যাপক বজ্রপাত ও বৃষ্টি হয়েছে। প্রতিদিনের ন্যায় নিহাজ সকালে বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার সময় হঠাৎ রাস্তার উপরে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিহতের মৃতদেহ উদ্বার বাড়ী নিয়ে যায়। এসময় বাড়ীতে শোকের মাতাম বয়ে যায়। তাঁর সহপাঠিরা সহ এলাকার লোকজন এসে বাড়ীতে ভিড় করে।
এব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমির হোসেন বলেন, বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন জানিয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।