দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বিক্রির সময় এক নারী সহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে ১৪ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিগ্রিপ নামের মাদকদ্রব্য। শুক্রবার (১১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় বাড়ির মালিক।
এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার মন্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে।
গ্রেপ্তার আসামীরা হলেন, দামোদরপুর-শৌলা গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী আরিফা আক্তার (২২) এবং পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাদুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দামোদরপুর-শৌলা গ্রামের মাদক ব্যবসায়ী সাদেকুল ইসলাম এবং তার স্ত্রী আরিফা নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করছে এবং বাড়িতে বেশ কয়েকজন মাদকসেবী অবস্থান করছে।
এমন খবরে পুলিশ বাড়িটিতে উপস্থিত হলে কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরিফা বেগমের কাছে থাকা ব্যাগ থেকে ৬ বোতল ফেন্সিডিল এবং ৪ বোতল ফেন্সিগ্রিপ জব্দ করে পুলিশ। একই সময় গ্রেপ্তার দ্বিতীয় আসামীর কাছে থাকা ব্যাগ থেকে ৩ বোতল ফেন্সিগ্রিপ এবং ১ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ওই নারী এবং তার স্বামী দীর্ঘদিন থেকেই মাদকের ব্যবসা করে আসছে। তার স্বামী কৌশলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রেপ্তার দুজনকে শনিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।
বার্তা বাজার/জে আই