আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক কমিটি। আর ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।

বিসিবি সভাপতি গতকাল শুক্রবার সাকিব আল হাসানকে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়ার সময়ই জানিয়েছিলেন আজ ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য টাইগারদের স্কোয়াড। সেই মোতাবেক আজ সকালেই দল ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।

গতকাল সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়ার সময় নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ১৭ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছিলেন রিয়াদ এবং আফিফ হোসেনকে। তবে রিয়াদ দলে জায়গা না পেলেও আফিফ ঠিকই দলে আছেন। এছাড়া ওপেনার হিসেবে নাইম শেখকেও দলে রেখেছে নির্বাচক কমিটি।

সাত নম্বর পজিশনে এশিয়া কাপ এবং বিশ্বকাপে কে থাকবেন এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জোর আলোচনা। নজরে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন এবং আফিফ হোসেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পররযন্ত বাদই প্রলেন রিয়াদ। তবে সাম্প্রতিক সময়ে তাঁর নিয়মিত অনুশীলন করা এবং ফিটনেস টেস্টে অংশ নেয়ায় তাঁর দলে থাকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।

রিয়াদকে কেন দলে রাখা হয়নি এমন প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘মাহমদুল্লাহ রিয়াদের ব্যাপারে সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে। সাত-আট নম্বর পজিশনে একজন অতিরিক্ত স্পিনার বাঁ অলরাউন্ডার নিয়ে খেলা, সেই বিবেচনা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

রিয়াদকে দলে রাখা বা না রাখার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তা ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো।’

৩৭ বছর বয়সী রিয়াদ সাত নম্বর পজিশনে বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। দেশের হয়ে গত মার্চে সবশেষ ইংল্যান্ড সিরিজের সময় মাঠে নেমেছিলেন তিনি। এরপর বিশ্রামের কথা বলে তাকে বাদ দেয়া হয়।

বার্তা বাজার/জে আই