জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮মত শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদের আলী খন্দকারের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
সভায় উপজেলা এবং চারটি ইউনিয়ন সহ পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা ধরণের কর্মসূচি হাতে নিয়েছে ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগ।
বার্তা বাজার/জে আই