সাতক্ষীরার কলারোয়ায় রিজেনএগ্রি সার্টিফাইড আমবাগান পরিদর্শন করেছে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ৪ সদস্যের প্রতিনিধি দল। নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণে দক্ষতা অর্জন করায় গত বছর ২০২২ সালে সফল প্রকল্পের অন্তর্ভুক্ত ৫০০ জন আম চাষি অডিট কোম্পানি সার্টিফিকেশন এজেন্সি কন্ট্রোল ইউনিয়ন ইউকে লিমিটেড এর কাছ থেকে তিন বছরের জন্য একটি সার্টিফিকেট অর্জন করে।

সোমবার (১৫ মে) দুপুরে কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি: ঠাইস ওউডস্ট্রা’র নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ আম চাষি কবিরুল ইসলাম ডাবলুর রিজেনারেটিভ সার্টিফাইড আমবাগান পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি আম চাষে রিজেনারেটিভ কৃষির কার্যক্রম সহ আম সংগ্রহ গ্রেডিং, সর্টিং, প্যাকেজিং ইত্যাদি কার্যক্রম পরিদর্শন করেন এবং বাংলাদেশে আম বাজারজাতকরণের বিখ্যাত দুটি নামকরা সুপার শপ আগোরা ও ইউনিমার্ট এর প্রতিনিধি ও কৃষকদের সাথে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

কবিরুল ইসলাম ডাবলু আম বাগানে গিয়ে দেখা যায়, এখন তাদের আম বাগানে আন্ত:ফসল ও বৃক্ষ রোপন, মালচিং, বাগানে স্বল্প চাষ, ঘেরা বেড়া দেয়া, বাগানের আবর্জনা দিয়ে জৈব সার তৈরি, জৈব বালাইনাশক, ফ্রেমনট্রাপ, হলুদ বোর্ড, মেহগনি তেল ব্যবহার বাগানে পানি ও শক্তির দক্ষ ব্যবহার এবং ট্রেসিবিলিটির জন্য খামার রেকর্ড বই হালনাগাদ করে। এ সকল কাজে আম চাষিরা নিরাপদ আম উৎপাদন করে ভালো দামে বিক্রি করতে পেরে স্বাবলম্বী হচ্ছে।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সকল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL for IWRM) প্রকল্পটি রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সাতক্ষীরা জেলা সদর, কলারোয়া, দেবহাটা, আশাশুনি, তালা এবং যশোর জেলার শার্শা উপজেলায় ৫০০ জন আম চাষিদের কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে রিজেনেটিভ কৃষি পদ্ধতিতে নিরাপদ ও বালাইমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণে কৃষকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আমবাগান পরিদর্শন ও মতবিনয় সভায় উপস্থিত ছিলেন, রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মি: ঠাইস ওয়াউদস্ট্রা, মিসেস ঠাইস ওয়াউদস্ট্রা, সিনিয়র পলিসি এ্যাডভাইজার ওসমান হারুনী, সিনিয়র অ্যাডভাইজার এসআরএইচআর অ্যান্ড জেন্ডার মুশফিকা জামান সাতিয়ার, ফাইন্যান্সিয়াল এ্যাডভাইজার আমিনুল ইসলাম, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, হেড অফ সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট মজিবুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দুভূষণ রায়, রিজেনএগ্রি ম্যানেজার ড. নাজমুন নাহার, ম্যানেজার-আইডব্লিউআরএম ড. উৎপল কুমারসহ প্রমুখ।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাস ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ রিজেনএগ্রি সার্টিফাইড আমবাগান পরিদর্শন করে আম চাষীদের কার্যক্রমে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিরাপদ আম উৎপাদন বাজারজাতকরণ ও ন্যায্যমূলক প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপিয়ান ভুক্ত দেশগুলোর আধুনিক রিটেইল চেনের সাথে সম্পৃক্ত হয়ে সাতক্ষীরার উন্নতমানের সুস্বাদু আমের ব্রান্ড করতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

বার্তাবাজার/এম আই