এক দফা দাবি আদায়ে এবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিনে দু’টি গণ-মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বিএনপির কর্মসূচির দিনে শান্তি সমাবেশের নামে সহিংসতা উস্কে দিচ্ছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগকে প্রতিহত করা এখন জাতীয় দাবি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৯ আগস্ট) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে আওয়ামী লীগ। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চালাচ্ছে সরকার। এ কারণেই ঐক্যবদ্ধভাবে যুগপৎ ধারায় এক দফার দাবি দেয়া হয়েছে।
সরকার গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন দমনের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন, বিএনপি মহাসচিব। তালিকা তৈরি করে বিএনপির সিনিয়র নেতাদের মামলা দ্রুত শেষ করে সাজা দেয়ার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীকে সাজা দেয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান, বিএনপি নেতারা।
অবিলম্বে কারাবন্দি বিরোধী নেতা-কর্মীদের মুক্তি ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থার দাবিও জানান, বিএনপি নেতারা।
বার্তাবাজার/এম আই