সিরাজগঞ্জ শাহজাদপুরে স্কাউটের নামে জিআর এর বরাদ্দের ২ মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্কাউটের সাথে জড়িত সংশিষ্টরা।

তথ্যনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত শাহজাদপুর স্কাউট সমাবেশ—২০২৩ এবং ৫ম শাহজাদপুর উপজেলা কাব ক্যাম্পুরী—২০২৩ অনুষ্ঠিত হয় উপজেলার পোতাজিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানের আগত ভক্তদের আহার্য্য বাবদ ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসক। বরাদ্দের চাল আৎসাত করার জন্য প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) মোঃ আলতাব হোসেনকে সভাপতি দেখিয়ে উক্ত চাল কালো বাজারে বিক্রি করে টাকা আত্মসাত করে প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। বরাদ্দের চাল আৎসাতের করার জন্যই, কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই এমনকি পিয়ন আলতাব হোসেন স্কাউট সাথে কোন প্রকার সংশিষ্ট না থেকেও তাকে সভাপতি করে প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা।

বরাদ্দের বিষয়ে উপজেলা কাব ক্যাম্পুরীর কাব লিডার মোঃ ইসমাইল হোসেন জানান, এবিষয়ে তারা কিছুই জানেন না। তিনি আরও জানান, আমাদের টাকা দিয়েই অনুষ্ঠান করা হয়েছে।

অপরদিকে শাহজাদপুর স্কাউটের কমিশনার এ.কে.এম. শামিম হোসেন বলেন, এই বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না এমনকি আলতাবকেও তিনি চেনেনও না।

এ বিষয়ে উক্ত প্রকল্পের সভাপতি পিয়ন আলতাব হোসেনের কাছে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি পিআইও স্যারের সাথে কথা বলতে বলেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের প্রতিবেদককে বলেন, আমার কোন বক্তব্য নেই।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি সাদিয়া আফরিন জানান, বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এম আই