হাতিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে নিহতের ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ১০ জনকে তালিকাভুক্ত ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে গত শনিবার (৫আগষ্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হত্যার ঘটনাটি ঘটে।
নিহত মিজানুর রহমান (৩৩) উপজেলার চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বোয়ালিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিন ভুট্টু (২২) ও আব্দুর রহমান মিঠু (২৭) কে আটক করেন। তারা দুইজন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
মামলার বাদী নিহত মিজানুর রহমানের বড় ভাই মাহফুজুর রহমান জানান, আমদের এবং বিবাদীদের জমি চাষের ট্রাক্টর রয়েছে। জমির মালিকগন তাদেরকে না দিয়ে আমাদেরকে দিয়ে জমি চাষাবাদ করতে দেওয়ায় তারা আমার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকেলের দিকে এলাকার মসজিদ মার্কেটের উত্তর পাশে আমার ভাইকে মারার জন্য আক্রমন করে। আমার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে শনিবার রাতে আমার ভাই বাজার থেকে বাড়িতে ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন বলেন, নিহতের ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এম আই