বিএনপি নেতাদের ভুল পথ ত্যাগ করে সঠিক পথে আসতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত মঙ্গলবার (৮ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নানক বলেন, বিএনপি নেতারা যদি সঠিক পথে, গণতন্ত্রের পথে ও নির্বাচনের পথে না আসেন, তাহলে বাংলার জনগণ দেশের মাটিতে তাদের কবর রচনা করবে।

তিনি বলেন, গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন সরকার গঠন করেছিল। লুটপাট-সন্ত্রাসের হেডকোয়ার্টার সৃষ্টি করেছিল। সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন করা হয়েছে। সেই বিএনপি এখন আইনের শাসন, মানবাধিকারের কথা এবং গণতন্ত্রের কথা বলে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, উড়াল সেতু ও মেট্রোরেল করেছেন। শুধু তাই নয়, বছরের শুরুতে শিশুদের হাতে বিনা পয়সায় বই পৌঁছে দিয়েছেন। কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে. এম শহিদ উল্যাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই