জয়পুরহাটে তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলস্টেশন এলাকায় অজ্ঞাত ওই নারী লাইন পার হচ্ছিলেন। সে সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এম আই