চট্টগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৮ আগস্ট) নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মোঃ তোফায়েল ইসলাম।
অনুষ্ঠানে সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ-পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ, বিপিএম (সেবা), বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর আহমদ, কমান্ডার, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল, কমান্ডার, জেলা ইউনিটের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বার্তাবাজার/এম আই