সংগ্রাম -স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (৮ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপিত ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জন্ম বার্ষিকীতে উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীরা প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনভবন থেকে এক যোগে ভার্চুয়াল ভাষণ প্রচার, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষযক কর্মকর্তার অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে, ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে জন্ম বার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শহিদুল ইসলাম লেবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী ধর শীল, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ সজল খান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনির হোসেন জামুরিয়া ইউপি চেয়ারম্যান ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস প্রমুখ। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই