জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ,পাবনা সদর আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা।
আজ মঙ্গলবার (৮ই আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ, সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পক্ষ থেকে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম নেতা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান রাসেল, আরমান হোসেন, রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে স্বামী-পুত্র-পুত্রবধূসহ নিকট আত্মীয়ের সঙ্গে তিনি ধানমন্ডির নিজ বাসভবনে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শহীদ হন।
বার্তা বাজার/জে আই