লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া এক তরুণীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এর আগে রোববার (১৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। ভুক্তভোগী তরুণী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
অভিযুক্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকার সিরাজুল মিয়া ও তাঁর তিন ছেলে পিয়াস, খোকন ও রোকন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছনদই গ্রামের সিরাজুলের ছেলে পিয়াস প্রতিবেশী ভুক্তভোগী ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। সেসময় তরুণীর পরিবার বিয়েতে রাজি না হলে ছেলে পক্ষের লোকজন মেয়েটির পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেন।
এমতাবস্থায় রোববার সকালে হাতীবান্ধা আদর্শ স্কুলের উদ্দেশ্যে এসএসসি পরীক্ষা দিতে বের হয় ওই তরুণী। ওইদিন সাড়ে নয়টার দিকে পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত পিয়াস ও তাঁর দলবল মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মুসা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এম আই