সিলেট নগরের আখালিয়া এলাকার ধানুহাটারপাড়াস্থ এলাকায় ৪৫টি কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান নুরুল রহমান (৫০) ও একই প্রতিষ্ঠানের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাউলাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাহবুব আলম (৪৫)। নুরুল গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের মৃত ফজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালি থানাধীন তপুবন এলাকায় বাস করেন। মাহবুব বর্তমানে সিলেট কোতোয়ালি থানাধীন ধানুহাটারপাড় এলাকায় বাস করেন।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত নুরুল রহমান ও মাহবুব আলম ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ছিলেন।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নুরুলের কাছে রবিবার বিকালে জালালাবাদ থানাধীন ফতেহপুর মাদ্রাসার শিক্ষক ইসহাক নামের এক ব্যক্তি কার্টুন ও বস্তা ভর্তি কোরআন শরিফ দিয়ে যান। কার্টুন রক্ষিত কোরআন শরিফ মানুষের মধ্যে বিলি করতে বলেন। একইসঙ্গে বস্তায় রক্ষিত কোরআন শরিফগুলো পুড়িয়ে ফেলতে বলেন। কোরআন শরিফ পোড়ানোর খবর পেয়ে স্থানীয়রা দুইজনকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ওসি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। এসময় উত্তেজিত জনতার হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইসহাকসহ অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
বার্তা বাজার/জে আই