ঢাকা জেলা ডিবি (উত্তর) এর দুই পৃথক অভিযানে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে এসংক্রান্ত প্রেস রিলিজ দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
গণমাধ্যমকে তিনি জানান, গত ৫ আগস্ট বিকাল আনুমানিক ছয়টা পনের মিনিটে ডিবি’র উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা থেকে মোঃ রানা মিয়াকে (২৬) দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি (৩৫) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ আরও জানান, গতকাল ৬ আগস্ট রাত সাড়ে দশটায় ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম ও উপ-পরিদর্শক সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা থেকে আফরোজা খাতুন ওরফে জলি (৩৪) নামের নারী মাদক ব্যবসায়ীকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এম আই