জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১০টায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৮ বোতল ফেন্সিডিল।

মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-০৫ জয়পুরহাট।

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ছেলেবোলো এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ওয়াসিম আলী মন্ডল (২৭) এবং বরন পুকুরপাড় এলাকার মোঃ জাকের মন্ডল ছেলে মোঃ রমজানুল ইসলাম (২৫)।

গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাগজানা এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ফেন্সিডিলসহ আসাদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এম আই